প্রিয়জনকে ইম্প্রেস করতে কত কিছুই না করি আমরা! ফুল, টেডি বিয়ার, কার্ড এরকম হাজারো উপহার দেয়া থেকে শুরু করে ছোটখাটো সারপ্রাইজ দিয়ে প্রতিনিয়ত প্রেমিক/প্রেমিকাকে মনের কথা জানিয়ে দেয়ার চেষ্টায় কত কিই না করে রোমিও জুলিয়েটরা। আজকে শিখে নিন ভালোবাসা প্রকাশের ১০টি ভিন্ন ভিন্ন ভাষা আর খুশি করে দিন প্রিয় মানুষটিকে।
স্প্যানিশ
শুধু মাত্র দুটি শব্দ “তে এমো” প্রকাশ করবে স্প্যানিশ ভাষায় আপনার ভালোবাসা।
ফ্রেঞ্চ
ভালবাসার শহর প্যারিসে আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা পরস্পরকে চুমু খেয়ে “জে টাইম” বলে জানিয়ে দেয় ভালবাসি তোমাকে। শব্দ দুটি প্রয়োগ করতে পারেন আপনিও।
ইটালিয়ান
স্প্যানিশদের সাথে মিল রেখে ইটালিয়ানরাও ভালবাসার মানুষটির কাছে মনে কথা জানায় “টি এমো” বলে।
রাশিয়ান
রাশিয়ানরা তাদের মনের কথা জানায় “ইয়া লাব্লিউ তেবইয়া” বলে।
সুইডিশ
তিন শব্দের ছোট্ট একটি কথা “জাগ আলস্কার ডিগ” বুঝিয়ে দেবে আপনার ভালোবাসার গভীরতা।
কোরিয়ান
বেশি কথা খরচ অরতে রাজি নয় কোরিয়ানরা। এক কথায় বলে দেবে “সারাংহেয়ো” আর আপনাকে বুঝে নিতে হবে আপনি আসলেই স্পেশাল!
পলিশ
কৌতুকপ্রিয় পোল্যান্ডবাসি তাদের মনের কথা জানায় ছোট্ট দুটি শব্দ “কোচাম চাই” এর মাধ্যমে।
হিন্দি
বাঙালিরা বাংলা যতটুকু জানে, হিন্দিও তার চেয়ে কম জানে না! শাহরুখ খান স্টাইলে বলে দিন “ম্যায় তুমহে বহুত পেয়ার কারতি হু” আর জিতে নিন প্রেমিকার মন।
মাদারিন
পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষাটিতে ভালোবাসা প্রকাশ করা হয় “ওউ আই নি” এই কথাটির মাধ্যমে।
জাপানিজ
জাপানিজরা এক কথায় বলে দেয় “আইশেতেরু” আর জানিয়ে দেয় ভালবাসি তোমাকে।
আই লাভ ইউ আর আমি তোমাকে ভালবাসি এই দুটি মিলিয়ে মোট ১২টি ভাষায় ভালোবাসা জানানোর উপায় শিখে গেলেন তো? এবার তা প্রয়োগ করুন সঠিক ব্যক্তির উপর।
তথ্যসূত্রঃ আল উইমেন স্টক