কাপড়ের তেল বা ঝোলের জেদী দাগ তোলার কৌশল

কাপড়ের তেল বা ঝোলের জেদী দাগ তোলার কৌশল

কাপড় থেকে তেল কিংবা ঝোলের দাগ তোলা বলতে গেলে অসম্ভব একটি কাজ। তেলতেলে ছোপ যেমন তোলা যায় না, তেমনই ঝোলের হলুদ-মসলার দাগও না। কী করবেন? জেনে নিন কাপড় থেকে যে কোন ধরণের তেল, গ্রিজ বা মশলার দাগ তোলার দারুণ একটি কৌশল। কী করতে হবে? কেবল দাগের স্থানে লাগিয়ে রাখবেন একটি বিশেষ পেস্ট!

এই উপায়ে মোটামুটি যে কোন ধরণের কাপড় থেকেই দাগ তোলা যায়। তবে সুতি কাপড় থেকে খুব সহজে ওঠে। আবার কৃত্রিম তন্তুর অনেক কাপড় থেকে নাও উঠতে পারে। তবে তেল বা ঝোল লাগার পর কাপড় একবার ধোয়া হয়ে গেলে দাগ তোলা কষ্টের হয়ে যাবে। তাই কাপড় ধুয়ে ফেলার আগেই এই পদ্ধতি অবলম্বন করুন। তারপর স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।

যা যা লাগবেঃ

তেল বা ঝোল লাগার পর কাপড় একবার ধোয়া হয়ে গেলে দাগ তোলা কষ্টের হয়ে যাবে

তেল বা ঝোল লাগার পর কাপড় একবার ধোয়া হয়ে গেলে দাগ তোলা কষ্টের হয়ে যাবে

৩ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয় কিন্তু)
১ চা চামচ পানি

যা করবেনঃ

-উপাদান দুটি মিলিয়ে পেস্ট তৈরি করে নিন।
-এরপর দাগের স্থানটি সামান্য একটু ভিজিয়ে নিয়ে সেখানে এই মিশ্রণটি ঘষে ঘষে লাগান। ব্রাশ দিয়েও ঘষতে পারেন।
-তারপর ১ ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
-দাগ পুরোটা না উঠলে আবারও পেস্ট মাখিয়ে ১ ঘণ্টা রাখুন।
-দাগ উঠে গেলে তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে নিন।

তথ্যসূত্রঃ উইকিহাউ

সাম্প্রতিক