ঘরোয়া উপাদান কমাবে পোকামাকড়ের উৎপাত

ঘরোয়া উপাদান কমাবে পোকামাকড়ের উৎপাত

পোকামাকড়ের উৎপাত বন্ধ করতে যে কেমিক্যাল উপাদানগুলোকে ব্যবহার করা হয়, সেগুলো যে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা কে না জানে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এ ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলোর কাছেই যেন হাত-পা বাঁধা আপনার। এমন অবস্থা থেকে কিন্তু আপনাকে উদ্ধার করতে পারে আপনার ঘরে ব্যবহার করা উপাদানগুলোই।

তেলাপোকা তাড়াতে

তেলাপোকার উৎপাত নেই, এমন বাড়ি এ শহরে খুঁজে পাওয়া মুশকিল। এ উৎপাত বন্ধে আপনি যা করতে পারেন তা হলো—

তেলাপোকা তাড়ানোর সর্বোত্তম পদ্ধতি হলো রান্নাঘর আর স্নানাগার আরেকবার শক্ত কোনো পরিষ্কারক দিয়ে ধুয়ে-মুছে নেয়া।

যে জায়গাগুলোয় উপদ্রব বেশি, সেখানে তেজপাতা, শসার টুকরা বা রসুন রেখে দিন; তেলাপোকা দূরে থাকবে।

রান্নাঘরের ক্যাবিনেট ধরনের জায়গাগুলো তেলাপোকার খুব পছন্দ। তাই উঁচু ক্যাবিনেটগুলোয় কিছুটা বোরিক অ্যাসিড ফেলে রাখুন। এটি ভালো কাজেও দেবে, ঘরের শিশু বা পোষ্যর নাগালের বাইরেও থাকবে। ক্যাটমিন্ট ধরনের পুদিনা পাতা সংগ্রহ করা গেলে সেগুলোই ঘরের কোনায় ফেলে রাখতে পারেন। তেলাপোকার এ দ্রব্য বিশেষ পছন্দ নয়।

সাম্প্রতিক