এই শীতে ঠোঁটের যত্নে কিছু সহজ টিপস

এই শীতে ঠোঁটের যত্নে কিছু সহজ টিপস

শীতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হন। শীতে ফাটা ঠোঁট নিয়ে হাসা যেমনি কষ্টকর ঠিক তেমনি ফাটা ঠোঁট দেখতেও দৃষ্টিকটু। কিন্তু একটু সাবধান আর যত্নবান হলেই শীতেও আপনার ঠোঁট থাকবে নরম, কোমল আর প্রাণবন্ত। আসুন জেনে নেই এই সহজ টিপস গুলোঃ

  • লিপস্টিকের ব্যবহার একটু কমাতে হবে। আর লিপস্টিক ব্যবহার করলেও হালকা রং এরটাই ভালো, কারণ গাঢ় রঙের লিপস্টিক এ ঠোঁট বেশি কালো হয়ে যায়।
  • ঠোঁটে লিপস্টিকের পরিবর্তে লিপ আইস ব্যবহার করতে পারেন।
  • ঠোঁটকে সতেজ রাখতে রাতে ঘুমানোর আগে কিংবা সবসময়ই গ্লিসারিন ব্যবহার করুন।
  • সাবান থেকে ঠোঁটকে দূরে রাখুন। ফেসওয়াস কিংবা ক্ষার বিহীন সাবান লাগানো যেতে পারে।
  • মুখের ভেতর পরিস্কার রাখুন, প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।

    ঠোঁট ফাটলে হাত দিয়ে টেনে চামড়া উঠানো যাবে না

    ঠোঁট ফাটলে হাত দিয়ে টেনে চামড়া উঠানো যাবে না

  • প্রতিদিন দুধ এর সাথে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন আস্তে আস্তে ঠোঁটের কালোভাব দূর হয়ে গোলাপি আভা আসবে।
  • ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে।
  • ঠোঁট ফাটলে হাত দিয়ে টেনে চামড়া উঠানো যাবে না।
  • ঠোঁট ফাটা রোধে সমপরিমান গ্লিসারিন আর লিপজেল মিক্স করে ব্যাবহার করতে  পারেন ।
  • শীতকালে নিয়মিত লিপজেল বা লিপবাম ব্যাবহার করুন ।

ব্যাস হয়ে গেল ঠোঁটের যত্ন। এবার হাসুন প্রান খুলে শীতের হিমেল হাওয়ায়।

তথ্যসূত্রঃ বিউটি জিপসি

সাম্প্রতিক