কেএফসির মজাদার চিকেন পপকর্ণ এখন তৈরি করুন ঘরেই!

উপকরণ:
মুরগির বুকের মাংস
১/২ টেবিলচামচ লবণ
১/২ টেবিলচামচ গোল মরিচের গুড়া
১ টেবিলচামচ সয়াসস
১টি ডিম
১ টেবিলচামচ কর্ণ স্টার্চ
১ কাপ ময়দা
১ টেবিলচামচ মরিচের গুড়া
পদ্ধতি:

সস দিয়ে পরিবেশন করুন মজাদার মচমচে চিকেন পপকর্ণ।
১) প্রথমে মুরগির মাংসগুলোতে লবণ, গোল মরিচের গুড়া, সয়াসস, ডিম দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
২) এরপর এতে কর্ণ স্টার্চ দিয়ে খুব ভাল করে মেশান।
৩) এবার আরেকটি পাত্রে ময়দা, লাল মরিচের গুড়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৪) এখন মুরগির টুকরো ময়দায় গড়িয়ে নিয়ে রাখুন। এভাবে সবগুলো মুরগির টুকরো ময়দায় গড়িয়ে নিন।
৫) এবার একটি পাত্রে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে ময়দায় গড়ানো মুরগির টুকরোগুলোকে তেলে ছেড়ে দিন।
৬) মচমচে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
ব্যস, হয়ে গেলো! সস দিয়ে পরিবেশন করুন মজাদার মচমচে চিকেন পপকর্ণ।
তথ্যসূত্রঃ অল রেসিপিস ডট কম
সর্বাধিক পঠিত
আজকের নারীর অফিস লুক/ফরমাল লুক
উপকরণ: মুরগির বুকের মাংস ১/২ টেবিলচামচ লবণ ১/২ টেবিলচামচ গোল মরিচের গুড়া ১ টেবিলচামচ...
চুলের যত্নে পেট্রোলিয়াম জেলি
উপকরণ: মুরগির বুকের মাংস ১/২ টেবিলচামচ লবণ ১/২ টেবিলচামচ গোল মরিচের গুড়া ১ টেবিলচামচ...
কেমন হবে এই শীতে রাতের পার্টি সাজ?
উপকরণ: মুরগির বুকের মাংস ১/২ টেবিলচামচ লবণ ১/২ টেবিলচামচ গোল মরিচের গুড়া ১ টেবিলচামচ...
২০২০ এ সবচেয়ে বেশি বিক্রিত র্যাকেট সমূহ
উপকরণ: মুরগির বুকের মাংস ১/২ টেবিলচামচ লবণ ১/২ টেবিলচামচ গোল মরিচের গুড়া ১ টেবিলচামচ...