কেমন হবে এই শীতে রাতের পার্টি সাজ?

কেমন হবে এই শীতে রাতের পার্টি সাজ?

শীতকাল জুড়েই থাকে হাজারো অনুষ্ঠান আর পার্টির সমাহার। আজ গায়ে হলুদের দাওয়াত, তো কাল বিয়ের দাওয়াত। জন্মদিন, বিয়ে, ক্রিসমাস বা বর্ষবরণ- শীতকাল জুড়ে যেন উৎসবের কমতি নেই। এর মধ্যে আবার কিছু পার্টির দাওয়াত আসে একদম হুট করেই। তাই সেখানে যেতেও হয় ঝটপট প্রস্তুতি নিয়ে। সারাদিন অফিসের পর হয়তো সন্ধ্যায় বা রাতে থাকে পার্টির আয়োজন। দিনশেষে তাই সাজগোজ নিয়ে সামলাতে হয় ঝক্কি। সারাদিনের ক্লান্তি মুছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে অনেকেই ছুটে যান বিভিন্ন বিউটি স্যালনে। সময়ের ঘাটতি থাকলে আবার তাও হয়ে ওঠে না। তাই বলে কি পার্টিতে বিনা সাজে যাবেন? নাকি মুখের ক্লান্তির ছাপ সবাইকে বুঝতে দিবেন? যারা এমন দ্বিধা-দ্বন্দ্বে ভুগে নিজেকে একরকম ইন্ট্রোভার্ট বানিয়ে একের পর এক পার্টি মিস করছেন, আজকের লেখাটি তাদের জন্য। আজই রপ্ত করুন কিছু কৌশল আর ঝটপট তৈরি হয়ে যান নজরকাড়া পার্টি সাজে।

পার্টির ধরণ বুঝে পোশাক নির্বাচন করুন

সাজগোজ শুরুর আগেই আপনাকে পোশাক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে বুঝতে হবে আপনি কেমন

পার্টিতে যাচ্ছেন। যদি ক্রিসমাস বা বর্ষবরণ এর মতো পার্টি হয় তাহলে অনায়াসে পরতে পারেন ওয়েস্টার্ন পোশাক। স্কিনি জিন্সের সাথে মানানসই টপস পরতে পারেন। পায়ে থাকতে পারে পেন্সিল শু বা বুট জুতা। শীতের রাতের পার্টিতে ওয়েস্টার্ন পোশাকের তালিকায় আরো থাকতে পারে গাউন, ক্যাজুয়াল শার্ট বা স্কার্ট।  আবার গায়ে হলুদ, বিয়ে বা যেকোন কালচারাল প্রোগ্রামের জন্য বেছে নিতে পারেন শাড়ি বা সালোয়ার কামিজ। শাড়ির মধ্যে শিফন হতে পারে বেস্ট অপশন। কিছুটা পাতলা হলেও যেকোনো পার্টিতে  ভিজাত লুক দিতে মানিয়ে যায় বেশ। যেহেতু শীতকাল তাই পোশাক যেমনই হোক সঙ্গে শাল, সোয়েটার, ফলার বা মানানসই যেকোনো শীতের পোশাক রাখতে ভুলবেন না যেন!

মেকআপের আগে ত্বকেরযত্ন

ঝটপট মেকআপ সেট করতে ত্বককে প্রস্তুত করতে হবে আগেই। এজন্য মেকআপ শুরুর আগেই ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। চটজলদি স্কিনের ব্ল্যাকহেডস দূর করতে বা জেল্লা বাড়াতে ব্যবহার করতে পারেন বিভিন্ন ব্রান্ডের পিল অফ মাস্ক। এতে মাত্র ১০-১৫ মিনিটেই পেয়ে যাবেন একটি ঝকঝকে লুক। যেহেতু রাতে শীতের তীব্রতা বেশি থাকে, তাই মুখ ক্লিন করার পরে আপনার ত্বকের সাথে মানানসই কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

মেকআপ বসাবেন যেভাবে

মেকআপের শুরুতেই আপনাকে ব্যবহার করতে হবে প্রাইমার। এতে আপনার মেকআপ হবে দীর্ঘস্থায়ী আরপড়ে কোন ফাটল ধরবে না। প্রাইমারের পর ব্যবহার করুন ফাউন্ডেশন। খেয়াল রাখবেন, ফাউন্ডেশন যেন আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে। লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করার চেষ্টা করবেন। এতে একটি ফ্ললেস লুক তৈরি হয়।

ফাউন্ডেশন দেয়ার পর আপনার প্রথম কাজ হবে মুখের খুঁত খুঁজে বের করা। ব্রণের দাগ, বয়সের ছাপ বা

চোখের নিচের কালি দূর করতে আপনাকে ব্যবহার করতে হবে কনসিলার। দাগছোপের জায়গায় অল্প করে কনসিলার লাগিয়ে ব্লেন্ডার দিয়ে চেপে চেপে ফাউন্ডেশনের সাথে মিশিয়ে ফেলুন। এরপর কম্প্যাক্ট পাউডার বা ফেসপাউডারের একটা হালকা প্রলেপ দিন। এখানেই শেষ হলো বেস মেকআপের পালা। এবার আসি চোখ আর ঠোট রাঙ্গাবেন যেভাবে তা নিয়ে।

রাতের পার্টির জন্য স্মোকি আই সেরাদের সেরা অপশন। কালো, গ্রে বা কফি যেকোন কালারের শ্যাডো দিয়েই করতে পারেন স্মোকি লুক। সাথে থাকবে হালকা কাজল। তবে যদি চোখের মেকআপ গর্জিয়াস করতে চান তাহলে কাজলের মোটা রেখা আর ডাবল কোটেড মাশকারা ব্যবহার করুন। চাইলে চিকন করে আইলাইনারও দিতে পারেন।  

চোখের সাজের উপর নির্ভর করে লিপকালার কেমন হবে। তাই চোখে যদি হালকা সাজ দিয়ে থাকেন তবে ঠোট রাঙাতে পারেন যেকোন গাঢ় রঙে। বেছে নিতে পারেন লাল, মেরুন, কফি, কমলা বা উজ্জ্বল গোলাপির মতো শেড। আবার যদি চোখের মেকআপ গাঢ় হয় তাহলে লিপকালার হিসেবে ন্যুড শেডগুলো বেছে নিতে হবে আপনাকে।

এরপরে খানিকটা স্নিগ্ধতা আনতে অল্প ব্লাশন ব্যবহার করুন। সবশেষে হাইলাইটার ব্যবহার করতে

ভুলবেন না যেন!

সাম্প্রতিক

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Living Art Style will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.