কেমন হবে ২০২১ এ নারীদের শীতের ফ্যাশন ট্রেন্ড?

কেমন হবে ২০২১ এ নারীদের শীতের ফ্যাশন ট্রেন্ড?

সময় বদলায়, সেই সাথে বদলে যায় ফ্যাশন। প্রতি বছরই ফ্যাশনের ধারায় যোগ হয় নতুন নতুন ট্রেন্ড। প্রতিবারের মতো চলতি বছরেও পোশাকের ধরণ এবং ফ্যাশনে এসেছে অনেক পরিবর্তন। চাহিদা বেড়েছে বৈচিত্র্যময় রঙ আর নজরকাড়া রুচিশীল পোশাকের। সেইসাথে দেশীয় পোশাক এগিয়ে চলেছে সমান তালে। 

দেশে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীতের পরিপূর্ণ উষ্ণতা পেতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পোশাক কেনার ধুম। এই শীতে তরুণীদের প্রথম পছন্দ স্টাইলিশ পাশ্চাত্য ঘরানার পোশাক, একইসাথে তাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ডিজাইনের পোশাকও। কাপড়ের উষ্ণতা, আরাম, স্টাইল এমন

আরো অনেক বিষয় বিবেচনায় রেখে নতুন পোশাক ডিজাইন করেছে দেশি-বিদেশি ফ্যাশন হাউজগুলো। নির্দিষ্ট কিছু রঙের শীত পোশাকের পুরোনো ধারণা ভেঙ্গে বৈচিত্র্যময় রঙের শীত পোশাকের দিকেই ঝুকছেন ডিজাইনাররা। শীত পোশাকে কালার ব্লাস্ট ট্রেন্ডের অন্যতম কারণ হচ্ছে এসময় বিয়ে, পিকনিক, গেট টুগেদার সহ বিভিন্ন পার্টির আয়োজনের আধিক্য থাকে। এ ধরণের আয়োজনে তরুণীদের প্রথম পছন্দ রংচঙা ফ্যাশনেবল শীতপোশাক। তাছাড়া শীতের প্রকোপ বেশি না থাকায় ভারী শীতপোশাক এড়িয়ে চলছেন নারীরা।

দেশীয় ফ্যাশন হাউজগুলো দেশীয় কৃষ্টি এবং ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে সাজিয়েছে উজ্জ্বল রঙের শীতপোশাকের সমাহার। দেশের শীতের মাত্রার তারতম্য বিবেচনা করে ভিন্নতা আনা হয়েছে পোশাকের ডিজাইনে। কার্তিক-অগ্রহায়নের হালকা শীতে নারীদের জন্য রয়েছে শাল, পঞ্চো ও শ্রাগ। আবার ভারী

শীতের জন্য ডিজাইন করা হয়েছে জ্যাকেট এবং সোয়েটার। এছাড়াও পশ্চিমা ঘরানার কোট, ফর্মাল ব্লেজার, টিউনিক, ট্রাউজার, টি-শার্ট, শার্ট এবং হুডির সমাহার থাকছে বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে। 

এই শীতে সব থেকে বেশি নজর কাড়বে লম্বা ধাঁচের পোশাক। সেই সাথে গুরুত্ব দেয়া হয়েছে লেয়ারের প্রতি। লম্বা ধাঁচের বিভিন্ন লেয়ারের পোশাক যেমন স্টাইলিশ, তেমনি উষ্ণ। কামিজ হোক বা ওয়েস্টার্ন পোশাক, লেয়ার বিশিষ্ট শীতপোশাক মানিয়ে যাবে সবকিছুর সাথেই। এ ধরণের শীত পোশাকের জন্য

ডার্ক শেডকেই প্রাধান্য দিয়েছে ফ্যাশন হাউজগুলো। এক্ষেত্রে বাদামী, বেগুনী, ছাই, নীল, পাইন গ্রীন ও হলুদ রঙকেই বেছে নিয়েছেন ডিজাইনাররা। এছাড়াও আশির দশকের জনপ্রিয় কিছু ট্রেন্ড যুক্ত হয়েছে চলতি বছরের শীত পোশাকের ট্রেন্ডে। পুরনোকে নতুন আঙ্গিকে সাজিয়ে নজরকাড়া সব ডিজাইন তৈরি হয়েছে চলতি বছরের শীতের ট্রেন্ড হিসেবে।

প্রাপ্তবয়স্ক নারীদের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে বোম্বার জ্যাকেট, পাফার জ্যাকেট, ও বিভিন্ন রকম হুডির সমাহার। এক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে ফ্লোরাল ডিজাইন এবং উজ্জ্বল রঙের মোটিফকে। এবছর

তরুণীরাও ঝুঁকেছেন ফ্লোরাল মোটিফের শীতপোশাকের দিকে। শাল থেকে শুরু করে ক্যাজুয়াল জ্যাকেট, সব পোশাকেই রয়েছে ফুলেল ডিজাইনে বিভিন্ন রঙের ছটা। এমনকি একরঙা কাপড়েও এঁকে দেয়া হয়েছে বিভিন্ন ধরণের রেখা।

চলুন এক নজরে দেখে নেই এবছরের জনপ্রিয় শীত পোশাকের ট্রেন্ডে কি কি থাকছে—

কেইপ 

এই শীতে লম্বা ধাঁচের পোশাকের মধ্যে নজর কেড়েছে কেইপ জাতীয় পোশাক। লম্বা ধাঁচের কিছুটা ব্লেজারের মতো দেখতে এই পোশাকের উৎপত্তি হয়েছিল আজারবাইজানে। ক্যাজুয়াল এই পোশাকটি শীতের জন্য দারুণ আরামদায়ক হওয়ায় বিশ্বব্যাপী বেড়েছে এর জনপ্রিয়তা। এবছর এটি যোগ হয়েছে বাংলাদেশের নতুন ফ্যাশন ট্রেন্ড হিসেবে। যেকোন বয়সী নারীদের শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট বা

ওয়েস্টার্ন পোশাকের সাথে দারুণ মানিয়ে যায় বিভিন্ন ডিজাইনের কেইপ। 

পাফি স্লিভস 

পাফি স্লিভস বা আমাদের সেই ছোটবেলার ঘটি হাতা ফিরে এসেছে ২০২০ এর শীতের ফ্যাশন ট্রেন্ডে। গত বছরও ঘটি হাতার চল ছিল বলিউড, হলিউডসহ বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে। চলতি বছরও দারুণ জনপ্রিয়তা রয়েছে পাফি স্লিভস এর।

প্লিটস বা কুচি জামা

চলতি বছর শীত পোশাকের ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে প্লিটস বা কুচি জামা। শার্ট, টপস, কুর্তি, স্কার্ট বা গোল জামা সবকিছুতেই প্লিটস এর আধিক্য দেখা যাবে। এবারের শীত পোশাকের ট্রেন্ডে প্লিটস

করবে বাজিমাত তাতে কোনো সন্দেহ নেই।

ডেনিম স্কার্ট

নতুনের সঙ্গে পুরোনোর মিশেলের এই ধারায় আবারো ফিরে এসেছে নব্বই এর দশকের জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড ডেনিম স্কার্ট। বিশ্বসেরা ফ্যাশন ডিজাইনাররা আবারো কাজ শুরু করেছেন দারুণ সুন্দর ডেনিম স্কার্ট

নিয়ে। পাশ্চাত্য ঘরানার আধুনিক এই পোশাকটি আমাদের দেশেও পাচ্ছে ব্যাপক জনপ্রিয়তা।

পোলকা ডটস

শীতের পোশাকের উষ্ণতা, কাপড়ের ধরণ ইত্যাদির পাশাপাশি পোশাকের প্রিন্টও সমানভাবে গুরুত্ব পায়। এবছর শীত পোশাকের ট্রেন্ড হিসেবে পোলকা ডটের প্রাধান্য বেড়েছে। টি-শার্ট, টপস, হুডি, জ্যাকেট বা কুর্তি; পোলকা ডটের চল রয়েছে সবখানে। টিন এজারস থেকে শুরু করে বয়স্ক মহিলা, সবার

পছন্দের তালিকায় রয়েছে পোলকা ডটের শীত পোশাক।

চেক

সাদামাটা মোটিফে করা চেক পোশাক চলতি বছরের শীত ফ্যাশন ট্রেন্ডে যোগ করেছে নতুন মাত্রা। ব্লেজার, প্যান্ট, শার্টের পাশাপাশি চেকের আধিপত্য দেখা যাবে কুর্তি, কামিজ আর শাড়িতেও।

বাটার কাপ ইয়েলো

পোশাকের ডিজাইন, কাপড়ের ধরণের পাশাপাশি কিছু রংও জনপ্রিয়তা পায়। এবার শীতের নতুন ট্রেন্ড হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আছে বাটার কাপ ইয়েলো রঙের পোশাক।

উজ্জ্বল নিওন

চলতি বছরের ফ্যাশন ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেছে উজ্জ্বল নিওন রঙের পোশাক। এটিও আশির দশকের ফ্যাশন ট্রেন্ড। সবুজ, হলুদ, গোলাপির বিভিন্ন শেডের পাশাপাশি এবার জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে উজ্জ্বল নিওন রঙের পোশাকগুলো।

ট্রা কোট

শীতকে পরাজিত করতে এবছর বিভিন্ন ডিজাইনের ট্রা কোট মাতাচ্ছে ফ্যাশন বিশ্ব। বাংলাদেশেও নারীদের কাছে হালকা কাপড়ের ট্রা কোট পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

ফক্স ফার

শীতকালীন পোশাকে ফক্স ফার বা কৃত্রিম পশমের চাহিদা বাড়বে চলতি বছর। অতীতে প্রাণীর পশম ব্যবহৃত হলেও বর্তমানে তা বন্ধ হয়ে কৃত্রিম পশম ব্যবহার করা হচ্ছে। শীতপ্রধান দেশগুলোতে ফক্স ফার সারাবছর ব্যবহৃত হলেও আমাদের দেশে শীতকালে ফক্স ফারের চাহিদা বাড়ে। যেকোন পাশ্চাত্য ঘরানার

পোশাকের সাথে দারুণ মানিয়ে যায় ফক্স ফার। এটিকে ফিউশন হিসেবে শাড়ির সাথেও পরে থাকেন অনেকে।

শোল্ডার প্যাডস

আশির দশকের দারুণ জনপ্রিয় শোল্ডার প্যাডস নতুন আঙ্গিকে ফিরে আসছে চলতি বছরের শিতের ফ্যাশন ট্রেন্ড হিসেবে। নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হয়েছে ঢিলেঢালা বা ওভারসাইজড হাতা। হাতায় ফোলাভাব প্রাধান্য পাচ্ছে।

ট্রেঞ্চ কোট বা ওভারকোট

এই শীতে যারা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চান, স্টাইলিশ শীত পোশাকের তালিকায় তাদের প্রথম পছন্দ ওভারকোট কিংবা ট্রেঞ্চ কোট। ওভারকোট রয়েছে হাঁটু পর্যন্ত লম্বা আবার একটু খাটোও। কিছু ওভারকোটে কোমরের কাছাকাছি বেল্ট দেয়া থাকে। বেল্টে স্টিল অথবা প্লাস্টিকের বকলেসের ব্যবহার বেশ লক্ষণীয়। ব্লেজার কাপড়ের পাশাপাশি মিক্সড উলের স্ট্রাইপের ওভারকোট বেশ নজরকাড়া। 

ট্রেন্ডি ব্লেজার জ্যাকেট

এবার ট্রেন্ডি শীত পোশাকের তালিকায় রয়েছে সুতি প্রিন্টের বডিফিটিং শর্ট জ্যাকেট ও ফেইক লেদারের জ্যাকেট। সেই সাথে রয়েছে অ্যাম্ব্রয়ডারি নকশার বডি ফিটিং জ্যাকেট যা দেখতে অনেকটা কোটির মতো অ্যাম্ব্রয়ডারি নকশার জ্যাকেটের ডিজাইনে রয়েছে ভিন্নতা। সামনের জিপার লাগিয়ে দিলে দেখতে অনেকটাই টপসের মতো আবার জিপার খুলে রাখলে দেখতে বডি ফিটিং ক্যাজুয়াল ব্লেজারের মতো দেখায়। 

শীত পোশাকে অনুষঙ্গ 

এবছর তরুণীদের

শীতের যে কোনো পোশাকের সঙ্গে বটম হিসেবে সঙ্গী হবে জিন্স, ডেনিম এবং গ্যাবার্ডিন প্যান্ট। চলতি ফ্যাশনের ধারায় যুক্ত হয়েছে স্কিনি, ক্যাপ্রি, সেমি-ন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ব্যাগিসহ বিভিন্ন ডিজাইনের জিন্স এবং ডেনিম। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে দারুন মানিয়ে যায় এই

ধরণের প্যান্টগুলো।

ডিজাইনার মাস্ক 

বিশ্বব্যাপী করোনা প্যান্ডেমিকের কারণে হালের ফ্যাশন ট্রেন্ডের অন্যতম অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে বিভিন্ন ডিজাইনের মাস্ক। তরুণীরা সার্জিকাল মাস্কে সীমাবদ্ধ না থেকে বেছে নিচ্ছেন কটন

কাপড়ের উপর ফ্লোরালসহ বিভিন্ন মোটিফের ডিজাইনার মাস্ক। নারীদের পোশাকের সাথে ম্যাচিং মাস্ক এখন হালের ফ্যাশন ট্রেন্ড।

সাম্প্রতিক

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Living Art Style will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.