ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে চান?

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে চান?

কিভাবে সরাসরি ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ পাবেন? আমরা যারা সাধারণ মানুষ যারা এখনও আই, টি তে যুক্ত হইনি তারা মনে করি যে, ফ্রিল্যান্স যে মার্কেটপ্লেসগুলো যেমন, আপওয়ার্ক, ইল্যান্স বা ফ্রিল্যান্স এসব সাইটে ঢুকে আবেদন করলেই কাজ পাওয়া যায়। আবার যারা আই.টি তে যুক্ত আছি কিন্তু পুরোপুরি দক্ষ না তারা মনে করি যে এগুলো আসলে ফেইক, এদের মাধ্যমে কাজ পাওয়া সম্ভব না। এসব কথা বলার বা চিন্তা করার মূলত একটাই কারন তা হল যথেষ্ট পরিমানে দক্ষ না হওয়া। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পেতে হলে দক্ষতা লাগে যেমন, প্রোগ্রামিং, ফটোশপ, আর্টিক্যাল রাইটিং ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে গুরুত্তপূর্ণ হল, ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনার যদি ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো না হয় তাহলে আপনি যত বড় প্রোগ্রামার-ই হোন না কেন কাজ হবেনা। আপনার তো তাকে বোঝানো লাগবে যে আপনি একজন ভালো প্রোগ্রামার। আবার দেখা গেল আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনে খুব ভালো কিন্তু কোনও কাজ ভালো করে পারেন না তাও হবেনা। তাই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পেতে হলে আপনাকে কিছু ধাপ অতিক্রম করা লাগবে সেগুলো নিচে উপস্থাপন করা হল:

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পাবার উপায়-

১। যেকোনো বিষয়ে দক্ষতা বাড়ানো প্রয়োজন।

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে রেজিস্ট্রেশন করে নিয়মিত বিড করতে হবে

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে রেজিস্ট্রেশন করে নিয়মিত বিড করতে হবে

২। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে রেজিস্ট্রেশন করে নিয়মিত বিড করতে হবে।

৩। কাজ করতে যা যা লাগে এগুলোর ব্যাবস্থা থাকতে হবে।

৪। আপনি যে বিষয় পছন্দ করেন সে বিষয়ের ভালো করে পড়তে হবে।

৫। কিছু আকর্ষনীয় শব্দ যুক্ত করুন আপনার অ্যাপ্লিকেশন কপির মধ্যে।

৬। সময় নির্ধারিত করুন, আপনি কোন সময় কাজ করবেন, কোন সময় বিড করবেন।

৭। প্রত্যেকটা কাজে আপনি আপনার সেরাটা দেয়ার চেষ্টা করুন।

তথ্যসূত্রঃ বিজনেস ইনডোর

সাম্প্রতিক