বিশ্বের সেরা পাঁচটি লিক্যুইড লিপস্টিক ব্র্যান্ডের খুঁটিনাটি

বিশ্বের সেরা পাঁচটি লিক্যুইড লিপস্টিক ব্র্যান্ডের খুঁটিনাটি

শিরোনাম পড়ে হয়তো ভাবছেন লিপস্টিক আবার তরল হয় কিভাবে! তরল তো হয় লিপগ্লস বা লিপবাম। একই প্রোডাক্টে লিপগ্লসের গ্লেইজিভাবের সাথে লিপস্টিকের আবেদন ফুটিয়ে তুলতে বিশ্বের নামকরা কয়েকটি কসমেটিক কোম্পানি বের করেছে আনকোরা নতুন একটি প্রোডাক্ট যার নাম “লিক্যুইড লিপস্টিক”।

একটি মাত্র প্রোডাক্ট ব্যবহার করে ঠোঁটের জন্য প্রয়োজনীয় সব সাজ সম্পূর্ণ হয়ে যাবে এই ধারনাটি মাথায় রেখেই তৈরি করা হয়েছে লিক্যুইড লিপস্টিক। এটি ঠোঁটে থাকে দীর্ঘক্ষণ আর এর রয়েছে হাজারো শেড। ন্যুড থেকে শুরু করে একদমে কটকটে রঙ-যার যেটি পছন্দ পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে।

চলুন তাহলে জেনে নেয়া যাক বিশ্বের কোন কোন ব্র্যান্ডের সহায়তায় আলোর মুখ দেখল লিক্যুইড লিপস্টিক।

শানেলের রগ অ্যাল্যুউর ইঙ্ক লিপস্টিক

শানেল তাদের তরল লিপস্টিকগুলো বাজারে এনেছে ৮টি ভিন্ন শেডে। প্রতি শেডের মোহনীয় পিগমেন্ট বা রঙ দেখলে আপনার মনে হবে এতদিন ধরে তো এই লিপস্টিকটার জন্যই অপেক্ষা করছিলাম! ম্যাট ফিনিশিং এর এই লিপস্টিকগুলো আপনাকে দেবে ঠোঁটের দীর্ঘস্থায়ী সুরক্ষা। এর জোজোবা তেল ও মোম জাতীয় উপাদানগুলো ঠোঁটের শুষ্কতার সাথে লড়াই করে ঠোঁটকে রাখবে সজীব ও কোমল।

মূল্যঃ ২৬ ডলার (২০০০ টাকা প্রায়)

প্রাপ্তিস্তানঃ দেশের যেকোনো বড় শপিং মল বা কসমেটিকের দোকান এবং অনলাইন শপে।

 

নার্সের ভেলভেট লিপ গ্লাইড

নার্সের ভেলভেট লিপ গ্লাইড

নার্সের ভেলভেট লিপ গ্লাইড

৭০ এর দশকের লিপস্টিকের কথা মনে আছে? লিন্ডা কার্টার, ক্যাথরিন বাক, জ্যাকলিন স্মিথদের মেকআপ দেখে নিজেকেও এমন সাজে সজ্জিত করার আশা জাগেনি এমন নারীর সংখ্যা খুবই কম। সে সময়কার লিপস্টিকের আমেজ ফুটিয়ে তুলতে চাইলে বেছে নিতে পারেন নার্সের ভেলভেট লিপ গ্লাইড এর তরল লিপস্টিকগুলো। এর সেমি-ম্যাট ফিনিশিং আপনাকে দেবে অদ্ভুত সুন্দর ঠোঁটের সাজের নিশ্চয়তা।

মূল্যঃ ২২ ডলার (১৭০০ টাকা প্রায়)

প্রাপ্তিস্তানঃ দেশের যেকোনো বড় শপিং মল বা কসমেটিকের দোকান এবং অনলাইন শপে।

জর্জিও আরমানির লিপ ম্যাগনেট

জর্জিও আরমানির লিপ ম্যাগনেট

জর্জিও আরমানির লিপ ম্যাগনেট

নারীদের সাজসজ্জায় লাল লিপস্টিকের আবেদন চিরন্তন। আপনি যদি পারফেক্ট লাল ঠোঁট চান তবে নিশ্চিন্তে বেছে নিতে পারেন জর্জিও আরমানির লিপ ম্যাগনেট লিপস্টিকগুলো। এর ভেলভেটি টেক্সচারের সাথে মেশানো হয়েছে প্রয়োজনীয় তেল যা লিপস্টিককে করবে দীর্ঘস্থায়ী। এর কালারের শেড রয়েছে প্রায় ৪০০!

মূল্যঃ ২৭ ডলার (২১০০ টাকা প্রায়)

প্রাপ্তিস্তানঃ দেশের যেকোনো বড় শপিং মল বা কসমেটিকের দোকান এবং অনলাইন শপে।

বারবেরির লিক্যুইড লিপ ভেলভেট

বারবেরির লিক্যুইড লিপ ভেলভেট

বারবেরির লিক্যুইড লিপ ভেলভেট

২০১৬ সালের সেপ্টেম্বরে বারবেরি আয়োজিত হেমন্ত/শীত ফ্যাশন শোতে মডেলদের সাজানো হয় বারবেরির লিক্যুইড লিপ ভেলভেটের ফন রোজ বর্ণে। কালচে গোলাপির সাথে আলতো ক্রিমি ফিনিশ একে দিয়েছে মোহনীয় এক আবেশ। ফ্যাশন শোতে মডেলদের সাথে সাথে জনপ্রিয়তা পেয়েছে এই লিক্যুইড লিপস্টিকগুলোও।

মূল্যঃ ২৬ ডলার (২০০০ টাকা প্রায়)

প্রাপ্তিস্তানঃ দেশের যেকোনো বড় শপিং মল বা কসমেটিকের দোকান এবং অনলাইন শপে।

স্ম্যাশবক্সের ম্যাট লিক্যুইড লিপস্টিক

২০টি ভিন্ন শেডে, পানি নিরোধক ও ছড়িয়ে না পড়ার নিশ্চয়তাসহ স্ম্যাশবক্স বাজারে এনেছে তাদের তরল লিপস্টিকের কালেকশন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিপস্টিকের সুরক্ষা পেতে চাইলে চোখ বন্ধ করে নির্ভর করতে পারেন স্ম্যাশবক্সের এই লিপস্টিকের উপর।

মূল্যঃ ১৯ ডলার (১৫০০ টাকা প্রায়)

প্রাপ্তিস্তানঃ দেশের যেকোনো বড় শপিং মল বা কসমেটিকের দোকান এবং অনলাইন শপে।

তথ্যসূত্রঃ ভোগ ফ্যাশন ম্যাগাজিন

 

সাম্প্রতিক

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Living Art Style will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.