রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনার ৮টি উপায়

শুকনো চুল অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাড়ায়। এমন শুকনো রুক্ষ চুলের চেয়ে বড় আর হতাশাজনক কিছু নেই। নিচের ধাপগুলি মেনে চললে আপনার চুল সুন্দর হতে পারে যা দেখে সবাই প্রশংসা করবে আর আপনিও আনন্দিত হবেন:

১. আধা কাপ মেয়নেজ গরম করে আপনার চুলে ব্যবহার করুন। এরপর সাধারন ভাবে শ্যাম্পু করুন।
২. পাকা কলা ও পাকা আভোক্যাডো ফলের পেস্ট বানিয়ে আপনার মাথা মালিশ করুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
৩. গরম বাদামের তেল, নারিকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মাথা ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন আধা ঘণ্টা । এরপর শ্যাম্পু করে ফেলুন।
৪. আধাকাপ দই এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ আপনার মাথার তালু ও চুলের আগাগোড়ায় লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।
৫. রাতে চুলে তেল দিয়ে ভাল মতো ম্যাসাজ করে ঘুমান। সকালে উঠে শাম্পু করে ফেলুন।
৬. চুলের ময়েশ্চার ধরে রাখতে সপ্তাহে ১-২ বার বাদামের তেল ব্যবহার করুন।
৭. নিয়মিত ২-৩ লিটার পানি পান করার অভ্যাস গড়ে তুলুন, এতে চুল আরো সতেজ হয়ে উঠবে।
৮. চাল ধুয়ে যে পানি বের হয় টা চুলে দিলে চুলের রুক্ষতা থেকে পরিত্রান পাওয়া যেতে পারে। চাল ধোয়া পানিতে প্রচুর পরিমানে অ্যামিনো এসিড থাকে যা চুল কে কন্ডিশন করে।

আপনার চুল আপনার সৌন্দর্যের প্রথম প্রকাশ। তাই পদ্ধতিগুলো ব্যবহার করে চুলকে সজীব ও সুন্দর রাখুন। শুকনো রুক্ষ চুলকে বিদায় জানান।
সর্বাধিক পঠিত
আজকের নারীর অফিস লুক/ফরমাল লুক
শুকনো চুল অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাড়ায়।...
চুলের যত্নে পেট্রোলিয়াম জেলি
শুকনো চুল অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাড়ায়।...
কেমন হবে এই শীতে রাতের পার্টি সাজ?
শুকনো চুল অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাড়ায়।...
২০২০ এ সবচেয়ে বেশি বিক্রিত র্যাকেট সমূহ
শুকনো চুল অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাড়ায়।...